Image Source: পিটিআই

গরমকালে মশলাদার খাবার খেলে শরীরে জল কমে যায়।

Image Source: পিটিআই

ডিহাইড্রেশনের কারণে একাধিক রোগের আশঙ্কাও থাকে।

Image Source: পিটিআই

তবে মশলা মানেই শরীরের জন্য খারাপ তা কিন্তু নয়।

Image Source: পিক্স্যাবে

বরং আমাদের পরিচিত বেশ কিছু মশলা শরীর ঠান্ডা করে। এগুলি রান্নায় দিলে পেটও ঠান্ডা থাকে।

Image Source: পিক্স্যাবে

হলুদের মধ্যে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ রয়েছে। পাশাপাশি হলুদ শরীরও ঠান্ডা রাখে।

Image Source: পিক্স্যাবে

জিরে গুড়ো কমবেশি অনেক রান্নারই উপকরণ‌‌। জিরে তীব্র গরমে শরীর ঠান্ডা রাখে।

Image Source: পিক্স্যাবে

এলাচ গরম মশলার অন্যতম উপকরণ। অন্য মশলা শরীর গরম করলেও এলাচ শরীর ঠান্ডা রাখে।

Image Source: পিক্স্যাবে

ধনে গুঁড়োও জিরে গুঁড়োর মতোই রান্নার দরকারি উপকরণ। এটিও শরীর গরম হতে দেয় না‌ ‌।

Image Source: পিক্স্যাবে

মৌরি রান্নায় বিশেষ স্বাদ আনতে সাহায্য করে। পাশাপাশি গরমে এটি খেলে দারুণ উপকার।

Image Source: পিক্স্যাবে

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।