Image Source: পিক্স্যাবে

গরমে মশলাদার খাবার খেতে বারণ করেন চিকিৎসকরা।

Image Source: পিক্স্যাবে

কারণ এই মশলাগুলি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।

Image Source: পিক্স্যাবে

এমনিতেই আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা বাইরের তুলনায় বেশি থাকে।

Image Source: পিক্স্যাবে

তার উপর মশলাজাতীয় খাবার সেই উষ্ণতা আরও বাড়িয়ে দেয়।

Image Source: পিক্স্যাবে

মশলাদার খাবার হজম করতেও জলের প্রয়োজন।

Image Source: পিক্স্যাবে

যা শরীরে থাকা জলই টেনে নেয়।

Image Source: পিক্স্যাবে

আবার শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমাতে শরীর ঘাম বার করে।

Image Source: পিক্স্যাবে

এর ফলে আরও জল কমে যায়। বেড়ে যায় ডিহাইড্রেশন।

Image Source: পিক্স্যাবে

এই কারণেই গরমে মশলাদার খাবার এড়িয়ে চলাই ভাল।

Image Source: পিক্স্যাবে

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।