Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

গরমে খাবারদাবার খাওয়ার ব্যাপারে অনেক সতর্ক থাকতে হয়।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

একটু ভুলভাল খাবার খেলেই প্রচন্ড অস্বস্তি হতে থাকে। শরীরে কষ্ট হয়।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

এই সময় তাই ঝালঝোল জাতীয় পদ যত এড়িয়ে চলা যায়, ততই ভাল।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

তবে পেঁয়াজের মধ্যে একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

পেঁয়াজের ভোলাটাইল অয়েল প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখে।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

এছাড়াও, এর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা এই সময় জরুরি।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

রক্তচাপ নিয়ন্ত্রণেও পেঁয়াজ বেশ উপকারী। কারণ এর মধ্যে পটাশিয়াম রয়েছে।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন রান্নায়। পেঁয়াজের গ্লিসিমিক ইনডেক্স অনেকটাই কম।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

এর মধ্যে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। এটি হজমের সমস্য়া হতে দেয় না।

Image Source: ছবি ঋণ - পিক্স্যাবে

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।