প্রসাধনী বা বিকল্প উপায়ে নয় ঘন ও লম্বা চোখের পল্লব পেতে পারেন স্বাভাবিক উপায়েই শুধু রোজকার জীবনে কিছু উপায় মেনে চললেই হবে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান মেকআপ তোলার সময় যত্নশীল হোন, টানা-হ্যাঁচড়া চলবে না চোখের পল্লবে লাগাতে পারেন ক্যাস্টর অয়েল ঠান্ডা গ্রিন টি দিয়ে ধুতে পারেন চোখের পল্লব অ্যালোভেরা জেলও লাগাতে পারেন চোখের পল্লবে যখন তখন চোখ রগড়াবেন না রোদে বেরোলে অবশ্যই সানগ্লাসে চোখ ঢাকুন