ধনেপাতা দীর্ঘদিন ধরে থাকবে টাটকা, সতেজ! রইল টোটকা

Published by: ABP Ananda
Image Source: pexels

আপনিও কি বাজার থেকে সব্জি কেনার সময় বিক্রেতার কাছ থেকে বিনামূল্যে ধনে পাতা চান?

Image Source: pexels

যে কোনও পদের স্বাদ আরও বাড়িয়ে দেয় অল্প একটু ধনেপাতা

Image Source: pexels

সাধারণত ধনেপাতা একদিনেই শুকিয়ে যায়, যা বেশ সমস্যা সৃষ্টি করে

Image Source: pexels

তবে এই কৌশলগুলো মেনে চললে ধনেপাতা অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে

Image Source: pexels

ধোওয়া ধনে পাতা শুকিয়ে নিন এবং একটি জিপ-লক ব্যাগে ছোট ছোট ছিদ্র করে তার মধ্যে রাখুন, যার ফলে ধনে পাতা সতেজ থাকবে

Image Source: pexels

সামান্য জলে লেবুর রস মিশিয়ে ধনে পাতার উপর হালকা করে স্প্রে করুন, তাতে পাতাগুলো টাটকা থাকে

Image Source: pexels

ধনেপাতা পরিষ্কার করে, শুকিয়ে, একটি এয়ারটাইট পাত্রে টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখুন ধনেপাতা অনেক দিন তাজা থাকবে

Image Source: pexels

ধনেপাতা শিকড় সহ জলে রেখে, উপরে পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রাখলে এটি টাটকা থাকবে, তবে দু'দিন পরপর জল বদলাতে ভুলবেন না

Image Source: pexels

পরেরবার ধনেপাতা আনলে এই টিপসগুলো প্রয়োগ করতে ভুলবেন না

Image Source: pexels