কিডনি রোগের সংকেত দিতে পারে ত্বক।



ত্বকের কিছু পরিবর্তন হতে পারে কিডনির বড় অসুখের ইঙ্গিত



সেগুলি নিয়ে সতর্ক থাকা আবশ্যক



অত্যন্ত শুষ্ক ত্বক কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যা



কিডনির গোলমালে ত্বক রুক্ষ, খসখসে এবং টানটান হয়ে যায়।



কিছু ক্ষেত্রে ত্বক মাছের আঁশের মতো দেখা দিতে পারে।



তীব্র চুলকানি কিডনি রোগের একটি ঘন ঘন এবং যন্ত্রণাদায়ক লক্ষণ।



কিছু লোকের ক্ষেত্রে, এই অস্বস্তি স্থায়ী এবং দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায়।



দীর্ঘস্থায়ী চুলকানির সমস্যা কিডনির অসুখের লক্ষণ



ত্বকের রঙ পরিবর্তনও কিডনির অসুখের লক্ষণ



কিছু লোক হাইপারপিগমেন্টেশনের সমস্যায় ভোগে