সাজগোজ পছন্দ হলেও, রংয়ের খেলা মাথায় ঢোকে না বিশেষ করে গাঢ় নীল পোশাকের সঙ্গে মানানসই জুতো বাছতে হিমশিম খাই একঘেয়েমি কাটাতে চাইলে বাছুন মেটালিক জুতো একেবারে ছিমছাম সাজতে চাইলে ধূসর রংয়ের জুতো পরা যায় রিস্ক নিতে না চাইলে বেছে নিন বাদামি জুতো গাঢ় নীল জামার সঙ্গে সিলভার জুতো সকলের নজর কাড়বেই গ্ল্যামারাস লুক চাইলে গোল্ডেন জুতো পরুন গাঢ় নীল জামার সঙ্গে সাদা জুতো আভিজাত্যের প্রতীক গাঢ় নীলের সঙ্গে কালো জুতো মানায় দিব্যি রং মিলিয়ে গাঢ় নীল জুতো বাছলে চোখে লাগবে না একটুও