সম্প্রতি একটি রিপোর্ট ঘুম উড়িয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ত্রিপুরায় বিপুল হারে HIV সংক্রমণের ঘটনা ধরা হয়েছে, যাঁরা প্রায় সবাই অল্পবয়সী পড়ুয়া



HIV -এর পুরো নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস।



এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় আঘাত হানে, WBC ক্ষতিগ্রস্ত হওয়ায়, ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়



HIV সংক্রমণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে আক্রান্তরা AIDS পরিস্থিতিতে পৌঁছতে পারেন



সব HIV পজিটিভ ব্যক্তি AIDS আক্রান্ত হবেন এমন নয়, কিন্তু AIDS শুধুমাত্র HIV পজিটিভ হলেই হয়।



HIV সংক্রমণের লক্ষ্ণণ কয়েক সপ্তাহের মধ্যেই দেখা যেতে শুরু করে



জ্বর, মাথাব্যথা, গলার সংক্রমণ, ওজন হঠাৎ কমে যাওয়া, ঘন ঘন ডায়েরিয়া দেখা যেতে পারে



অসুরক্ষিত যৌন সম্পর্ক, রক্তের মাধ্যমে, সংক্রমিত ব্লেড, সিরিঞ্জের মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে



ত্রিপুরায় ঘটনায় বিশেষজ্ঞরা মনে করছেন সংক্রমিত সিরিঞ্জের মাধ্যমে মাদকা গ্রহণের জন্য সংক্রমণ ছড়িয়েছে।



ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।