বর্ষায় কাঠের আসবাবে ছত্রাক পড়তে দেখা যায়।
মোছামুছি করলেও ছত্রাক যায় না, বরং ছড়াতে থাকে।
পোশাকেও ছত্রাক পড়ে, সাদা স্পটও পড়ে যায়।
কিন্তু এর থেকে বাঁচার উপায় কি আছে ? হ্যাঁ আছে।
বর্ষায় দরজা, জানলার কাছে কাঠের জিনিস রাখবেন না।
বর্ষার আগে বার্নিশ করলে কাঠের আসবাব ভাল থাকে।
কাঠের আসবাব পরিষ্কারে ভেজা কিছু ব্যবহার করবেন না।
তাহলে ছত্রাক পড়ার প্রবণতা তৈরি হতে পারে।
পোশাকের ক্ষেত্রে ডিটারজেন্টে বেকিং সোডা মিশিয়ে দিন।
ডিটারজেন্টের সঙ্গে ভিনিগার মিশিয়েও দিতে পারেন।