সম্পর্কে লিপ্ত হয়ে
ভবিষ্যৎ পরিকল্পনা করেন কেউ


কারও কাছে আবার
সম্পর্ক শুধুই ‘টাইমপাস’


প্রেমিক আপনাকে নিয়ে
সিরিয়াস কি না, বুঝুন লক্ষণ দেখে


শত দুঃখেও যদি আপনার মুখে
হাসি ফোটানোর চেষ্টা করেন তিনি


আপনার কথা যদি মনোযোগ
দিয়ে শোনেন এবং মতামত জানান


হাজার ব্যস্ততার মধ্যেও আপনার
জন্য সময় বের করেন যিনি


আপনার সিদ্ধান্তকে সম্মান
করেন যিনি, গুরুত্ব দেন যিনি


আপনাকে যিনি স্বপ্নপূরণের
দিয়ে দিকে এগিয়ে দেবেন


শুধু একান্তে নয়, সর্বসমক্ষেও
যিনি ভালবাসা প্রকাশ করবেন


আপনাকে নিয়ে যিনি ভবিষ্যৎ
পরিকল্পনা করবেন
দোটানায় পড়লে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।