মাথা ব্যথা অত্যন্ত পরিচিত এক সমস্যা, যার ভিন্ন ভিন্ন কারণ দেখা যায়

Published by: ABP Ananda

কখনও দুশ্চিন্তা, কখনও আবার ঠান্ডা লাগা, কখনও বা মাইগ্রেন-সাইনাসের মতো সমস্যার জেরে হয় মাথা ব্যথা

Published by: ABP Ananda

এর পাশাপাশি শরীরে ভিটামিনের অভাবেও মাথা ব্যথা হতে পারে, যা অনেক ক্ষেত্রেই আমাদের নজর এড়িয়ে যায়

Published by: ABP Ananda

দিনভর পুষ্টি সম্মত খাবার খেলেও শরীরে পর্যাপ্ত পুষ্টি মেলে না, ঘাটতি হয় ভিটামিনের, যার কারণ হতে পারে মাথা যন্ত্রণা

Published by: ABP Ananda

শরীরে ভিটামিন D-র অভাব হলে বাড়তে থাকে মাথা ব্যথা

Published by: ABP Ananda

ভিটামিন ডি-এর অভাব ম্যাগনেসিয়াম শোষণ হ্রাস করতে পারে, তাতে মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে

Published by: ABP Ananda

ভিটামিন B12- এর অভাব মাথাব্যথা, ক্লান্তি, ফ্যাকাশে ত্বক এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে

Published by: ABP Ananda

ফোলেটের অভাব মাথাব্যথা, ক্লান্তি এবং মুখে ঘা হতে পারে।

Published by: ABP Ananda

অন্যান্য ভিটামিন যেমন রিবোফ্লাভিন (B2) এবং ম্যাগনেসিয়াম, আয়রনের ঘাটতিও মাথাব্যথার কারণ হতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda