দাঁত ব্রাশ করার সময় অনেকসময়েই দেখা যায় মাড়ি থেকে রক্ত পড়ছে।
ABP Ananda

দাঁত ব্রাশ করার সময় অনেকসময়েই দেখা যায় মাড়ি থেকে রক্ত পড়ছে।



দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ার এই সমস্যা একেবারেই অবহেলা করবেন না।
ABP Ananda

দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ার এই সমস্যা একেবারেই অবহেলা করবেন না।



ভিটামিন সি- এর ঘাটতি থাকলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এর পাশাপাশি মাড়িতে ক্ষত হতে পারে। ঘা হতে পারে।
ABP Ananda

ভিটামিন সি- এর ঘাটতি থাকলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। এর পাশাপাশি মাড়িতে ক্ষত হতে পারে। ঘা হতে পারে।



ভিটামিন সি- এর অভাব আপনার শরীরে থাকলে দাঁত ব্রাশ করার সময় যদি একটুও জোরে চাপ পড়ে যায় তাহলে রক্ত বেরোতে পারে।
ABP Ananda

ভিটামিন সি- এর অভাব আপনার শরীরে থাকলে দাঁত ব্রাশ করার সময় যদি একটুও জোরে চাপ পড়ে যায় তাহলে রক্ত বেরোতে পারে।



ABP Ananda

দাঁত ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়লে নজর দিন ভিটামিন সি- এর পরিমাণ শরীরে ঠিক মাত্রায় বজায় রাখার দিকে।



ABP Ananda

ভিটামিন সি সমৃদ্ধ একটাই সাইট্রাস ফল রোজ খেতে পারলেই ঘাটতি অনেকটা কমে যাবে। উপকার পাবেন আপনি।



ABP Ananda

যদি দেখেন একটানা অনেকদিন ধরে মাড়ি থেকে রক্ত পড়ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।



ABP Ananda

দাঁত কিংবা মাড়ির কোনও সমস্যাই অবহেলা করা উচিৎ নয়। শুরুতেই গুরুত্ব দিলে বেশি কষ্ট পাবেন না আপনি।



ABP Ananda

ভিটামিন সি- এর অভাব শরীরে থাকলে মাড়িতে অনেকসময় ক্ষত, ঘা - এগুলিও দেখা দিতে পারে। সেখানে ব্রাশ লেগে গেলে রক্ত পড়তে পারে।



ABP Ananda

শুধু ব্রাশ করার সময় নয়, শক্ত কিছু চিবিয়ে খাওয়ার সময়, কামড়ে খাওয়ার সময়েও মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সতর্ক থাকুন।