সূর্যের প্রবল তাপ এবং তেজ থেকে ত্বক বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক

Published by: ABP Ananda

যা শুধু বাজার থেকে কিনে নয়, বাড়িতেও তৈরি করা যায়

Published by: ABP Ananda

যার জন্য নারকেল তেল, শিয়া বাটার, জিঙ্ক অক্সাইড পাউডার, মোমের খোসা লাগবে

Published by: ABP Ananda

একটা পাত্রে জল গরম তাতে গলানো নারকেল তেল, শিয়া বাটার, মোমের খোসা যোগ করতে হবে

Published by: ABP Ananda

সব একসঙ্গে মিশে গেলে তাপ সরিয়ে ঠান্ডা করতে হবে

Published by: ABP Ananda

ঠান্ডা হয়ে গেলে জিঙ্ক অক্সাইড পাউডার যোগ করে নাড়তে হবে

Published by: ABP Ananda

খেয়াল রাখতে হবে যেন পুরো পাউডার ভাল করে মেশানো হয়

Published by: ABP Ananda

প্রয়োজনে এসেন্সিয়াল ওয়েল মিশিয়ে ভালভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে

Published by: ABP Ananda

এরপর এক এই মিশ্রণ, একটা পরিষ্কার পাত্রে রেখে দিয়ে ঠান্ডা অন্ধকার জায়গায় রাখতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda