Image Source: Freepik

রুটি নরম না থাকলে খেতে অসুবিধা হয়। অনেক সময় দাঁত দিয়ে ছিঁড়তে কষ্ট হয়।

Image Source: Freepik

এর জন্য অনেকে অল্প নুন দিয়ে আটা মাখেন। তবে এছাড়াও, বেশ কিছু উপায় রয়েছে।

Image Source: Freepik

আটার মাখার সময় হালকা গরম জল দিয়ে মাখুন। এতেও রুটি নরম থাকে।

Image Source: Freepik

জলের বদলে হালকা গরম দুধও ব্যবহার করতে পারেন। এটাও রুটি নরম রাখে।

Image Source: Freepik

এছাড়াও, রুটি নরম রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে।

Image Source: Freepik

তাওয়াতে রুটি সেঁকে নেওয়ার পর ওতে অল্প জল দিন।

Image Source: Freepik

তাতে রুটি হালকা ভিজিয়েই তুলে নিন।

Image Source: Freepik

রুটি টিফিনে বক্সে করে নিয়ে যেতে হলে একটি ফয়েলে মুড়ে নিন। নরম থাকবে অনেক দিন।

Image Source: Freepik

একটি ভেজা কাপড়ে রুটি মুড়ে রাখা ক্যাসেরোলে রাখা যায়। এতেও রুটি নরম থাকে।

Image Source: Freepik

রুটি করার পর দ্বিতীয় বার গরম না করাই ভাল। এতে শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।