বাসি, নেতিয়ে পড়া সব্জি নিমেষে হয়ে যাবে টাটকা! কোন ম্যাজিকে?

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাজার থেকে আনার পর সব্জি অনেক সময় এমনিই রেখে দেওয়া হয়

Image Source: Pexels

শাকসব্জি খোলা রাখা হলে শুকিয়ে যায় বা নেতিয়ে যায়

Image Source: Pexels

তরকারি, শাকশব্জির পাতা শুকিয়ে যায় বাইরের হাওয়ার কারণে

Image Source: Pexels

নেতিয়ে পড়া সব্জি কি তাজা করা যেতে পারে

Image Source: Pexels

বাসি, নেতিয়ে পড়া সব্জিকে ঠাণ্ডা জলে ভিজিয়ে সতেজ করা যেতে পারে

Image Source: Pexels

শাকসব্জি যেমন গাজর, লেটুস, ব্রোকলিকে জলের বাটিতে ১০-৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন

Image Source: Pexels

নিশ্চিত করুন যেন সেগুলি সম্পূর্ণভাবে জলে ডুবে থাকে, যাতে তারা সবচেয়ে বেশি জল শোষণ করতে পারে

Image Source: Pexels

শাকসব্জি যেমন পালং শাক ১৫ মিনিটের জন্য এবং গাজরের মতো শক্ত সব্জি ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন

Image Source: Pexels

কিছুক্ষণ পর সব্জিগুলো জল থেকে তুলে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিন, ফের হয়ে উঠবে তাজা

Image Source: Pexels