আখরোট খাওয়ার একাধিক উপকারীতা রয়েছে। তবে যে কোনও সময়েই আখরোট খাওয়া উচিত নয়!

Published by: ABP Ananda
Image Source: pexels

আখরোটের একাধিক গুণাবলী থাকার কারণে একে সুপারফুড বলা হয়। এর কী কী গুণ রয়েছে?

Image Source: pexels

আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ফাইবার এবং ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে থাকে

Image Source: pexels

আখরোট হৃদযন্ত্র মস্তিষ্ক ও পেটের জন্য খুব ভাল। পুরুষদের প্রজনন ক্ষমতার জন্য ও আখরোট খুব ভালো বলে মনে করা হয়।

Image Source: pexels

তবে সঠিক সময়ে আখরোট খেলে এর উপকারীতা আরও বাড়তে পারে।

Image Source: pexels

বিশেষজ্ঞরা বলছেন, সকালে আখরোট খেলে ফল পাওয়া যায় সবচেয়ে ভাল

Image Source: pexels

সকালে উঠে, খালি পেটে আগের রাতে ভেজানো আখরোট খেলে ফল পাওয়া যায় সবচেয়ে বেশি

Image Source: pexels

সারা রাত জলে ভেজানো বাদাম পরের দিন সকালে খেলে তা হজমে সুবিধা হয়।

Image Source: pexels

আখরোট সারা দিনের কাজের শক্তি জোগায় আর মস্তিষ্ককে সচল রাখে

Image Source: pexels

সন্ধের খিদে মেটানোর জন্য আখরোট ভীষণ উপকারী আর দারুণ বিকল্প। পেট ভরাতে পারে সহজেই।

Image Source: pexels

আখরোট সহজেই পেট ভরায় ফলে অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা কমে।

Image Source: pexels