বই ভালবাসেন যাঁরা,
বইয়ের যত্নও নেন


তাই সাদা ধবধবে পাতা
হলুদ হলে মন খারাপ হয়


কিছু উপায়ে বইয়ের পাতা
হলুদ হয়ে যাওয়া আটকানো সম্ভব


পাতায় ধুলো জমলে
দ্রুত হলুদ হয়ে যায় বই


ক্ষেত্রে নরম ব্রাশ বা কাপড়
দিয়ে নিয়মিত ধুলো পরিষ্কার করুন


সাদা ভিনাইল ইরেজার দিয়ে
পাতার ধারগুলি পরিষ্কার করুন


অন্য রংয়ের ইরেজার কিন্তু নয়,
সাদা ইরেজারেই ময়লা পরিষ্কার হবে


বই চড়া রোদে কখনও রাখবেন না,
তার চেয়ে বারান্দায় রাখুন


সরাসরি সূর্যরশ্মি যেন না পড়ে,
কিন্তু আলো-বাতাস যেন পায়


বাক্সে বই রেখে আধ কাপ
বেকিং সোডা ছড়িয়ে দিন


এতে বইয়ের হলুদ পাতা কিছুটা
হলেও আগের মতো হয়ে যাবে


বেকিং সোডা ও জলের মিশ্রণ
১০ মিনিট লাগিয়ে রেখে তুলে ফেলুন


প্রথমে পাতার একদিকে পরীক্ষা করুন,
এতেও সমস্যার সমধান হয়


সবসময় পরিষ্কার হাতেই
বইয়ের পাতা স্পর্শ করুন