পেঁপের মধ্যে রয়েছে হজমে সহায়ক এনজ়াইম, যা প্রোটিন ভাঙে এবং খাবারের হজমে সাহায্য করে

Published by: ABP Ananda

পেঁপের গুণে দূর হয় অ্যাসিডিটি এবং পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের আশঙ্কাও কমে

Published by: ABP Ananda

এতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম এবং ফাইবার অনেক বেশি ফলে ওজন কমাতে সাহায্য করে

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন C এবং বিটা ক্যারোটিন থাকে কাঁচা পেঁপের মধ্যে, যা স্ট্রেস কমাতে পারে এবং এতে উপস্থিত রয়েছে পটাসিয়াম ফলে সামগ্রিকভাবে ভাল থাকে হার্ট

Published by: ABP Ananda

ডায়বেটিকদের জন্য কাঁচা পেঁপে অত্যন্ত উপাকারী, এতে রয়েছে লো গ্লাইসেমিক ইনডেক্স যা রক্তে শর্করার মাত্রা রাখে নিয়ন্ত্রণে

Published by: ABP Ananda

কাঁচা পেঁপেতে আছে ভিটামিন A, C, E, যা ডিটক্সিফাই করে ত্বক ভাল রাখে, মৃত কোষ ও ব্রণ দূর করে

Published by: ABP Ananda

ভিটামিন C যুক্ত পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান সংক্রমণ রোধ করে

Published by: ABP Ananda

চোখের স্বাস্থ্য ভাল রাখে পেঁপে, এতে ভিটামিন A থাকায় ছানি পড়ার আশঙ্কা কমাতে পারে

Published by: ABP Ananda

লিভার পরিষ্কার করার উপাদান রয়েছে, প্রতিদিন খেলে ফ্যাটি লিভারের আশঙ্কা কমে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda