সামনেই শীতকাল। আর শীতকাল মানেই পা ফাটার সমস্যায় জেরবার হন অধিকাংশ মানুষই। কিন্তু এর প্রতিকার কী?

Published by: ABP Ananda
Image Source: pexels

শীতকাল মানেই পা ফাটার সমস্যা হবেই, এই ধারণা কিন্তু ভুল। পায়ের যত্ন নিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

Image Source: pexels

পা ফাটা রোধ করতে প্রথমেই পা ঢাকা জুতো পরুন। এতে পারে নোংরা কম লাগে ফলে পা অনেকটা ভাল থাকে।

Image Source: pexels

দিনে অন্তত ৩ বার পায়ে যে কোনও ভারি ফুট ক্রিম বা ময়েশ্চরাইজার লাগান। এতে পা নরম থাকবে।

Image Source: pexels

ময়েশ্চরাইজারের বদলে ঘি ব্যবহার করতে পারেন। এতেও পায়ের ত্বক নরম আর তেলতেলে থাকবে।

Image Source: pexels

রাতে ঘুমনোর আগে পায়ে নারকেল তেল লাগান। তারপরে নরম মোজা পরে শুয়ে পড়ুন। এতে পা ভাল থাকবে

Image Source: pexels

শোওয়ার আগে, হালকা গরম জলে ১০ থেকে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন

Image Source: pexels

এরপরে পিউমিক স্টোন বা ফাইলার দিয়ে ঘষে পায়ের মৃত চামড়া তুলে ফেলুন।

Image Source: pexels

ক্রিম লাগিয়ে পায়ে সুতি বা উলের মোজা পড়ে নিন। এতে পায়ের ময়শ্চার লক থাকবে।

Image Source: pexels

গোড়ালিতে চাপ পড়ছে এই ধরণের কোনও জুতো পরবেন না।

Image Source: pexels