Image Source: Freepik

বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভাল।

Image Source: Freepik

কিন্তু কীভাবে খেলে উপকার, ভাজা নাকি কাঁচা ?

Image Source: Freepik

কোন বাদামের কীরকম পুষ্টিগুণ জানেন ?

Image Source: Freepik

কাঁচা বাদাম রোজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

Image Source: Freepik

হাড় ও মাংসপেশি মজবুত করে বাদাম।

Image Source: Freepik

কাঁচা বাদামে প্রোটিন, ফ্যাট অন্যান্য খনিজও থাকে।

Image Source: Freepik

ভাজা বাদামে একইরকম উপাদান থাকে।

Image Source: Freepik

কিন্তু ভাজার কারণে সামান্য পুষ্টিগুণ হারিয়ে যায়।

Image Source: Freepik

ভাজা বাদামে ভাল কোলেস্টেরল থাকে।

ভাজা বাদাম খেলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে বলেই মত চিকিৎসকদের।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।