সঠিকভাবে ত্বক পরিষ্কার করতে হবে, এমন ফেসওয়াশ ব্যবহার করতে হবে যাতে নোংরা এবং তেল দূর হয়

Published by: ABP Ananda

ব্ল্যাকহেডস কমাতে আলফা-হাইড্রোক্সি অ্যাসিড (AHAs) বা বিটা-হাইড্রোক্সি অ্যাসিড (BHAs) ধারণকারী রাসায়নিক এক্সফোলিয়েন্ট ব্যবহার করুন

Published by: ABP Ananda

এক বাটি জল গরম করে, স্টিম নিতে হবে; এতে ত্বকের গ্রন্থিগুলি উন্মুক্ত হবে

Published by: ABP Ananda

ব্ল্যাকহেডস দূর করতে ব্ল্যাকহেড রিমুভার স্ট্রিপ ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

স্যালিসিলিক অ্যাসিডে (প্রায় ২%) ব্ল্যাকহেডস দূর হতে পারে, স্যালিসিলিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করতে পারে

Published by: ABP Ananda

গ্রন্থি বন্ধ করতে এবং প্রদাহ কমাতে যেসব জায়গায় ব্ল্যাকহেডস রয়েছে, সেই সব জায়গায় বরফের টুকরো দিন

Published by: ABP Ananda

ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ভারসাম্য বজায় রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের পক্ষে ক্ষতিকারক, UV ক্ষতি থেকে রক্ষা করতে কমপক্ষে SPF ৩০ সহ সানস্ক্রিন লাগান

Published by: ABP Ananda

ব্ল্যাকহেডস প্রতিহত করতে ত্বক পরিষ্কার করতে হবে নিয়মিত একইসঙ্গে এক্সফোলিয়েট করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda