রান্নাঘরে স্টিলের বাসন থাকে প্রায় সব বাড়িতেই কিন্তু কিছুদিন ঝকঝকে থাকলেও, আঁকিবুকি দাগ পড়ে যায় বাসনে সহজেই স্টিলের বাসন থেকে ওই দাগ মেটানো সম্ভব দাগ হালকা হলে দাঁত মাজার মাজন ব্যবহার করুন বাসনে হালকা হাতে বাসনে মাজন বুলিয়ে ঘষে নিন জল এবং বেকিং সোডার পেস্ট বানান, তার পর হালকা হাতে ধুয়ে নিন জল এবং ভিনিগার মিশিয়ে বাসন ঘষে নিতে পারেন বাসনে গভীর দাগ থাকলে, কিনে আনুন শিরীষ কাগজ জলে ভিজিয়ে রাখুন শিরীষ কাগজ, তার পর ঘষে নিন বাসন স্ক্র্যাচ রিমুভার সামগ্রীও কিনতে পাওয়া যায় বাজারে বাসন খারাপ হয়ে যাওয়া এড়াতে, গোড়া থেকে যত্ন নিন