কফি প্রাকৃতিকভাবে ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, এতে মৃত কোষ দূর হয় এবং লোমও উঠে যাবে

Published by: ABP Ananda

বারবার কফি গুঁড়ো ব্যবহার করলে ত্বকের উপরিভাগে থাকে লোমের গড়া দুর্বল হয়

Published by: ABP Ananda

এতে ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়, রক্ত সঞ্চালনায় সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল হয়

Published by: ABP Ananda

কেমিক্যাল মুক্ত হওয়ায় এই উপাদান ত্বকের কোনও ক্ষতি করে না, এমনকী স্পর্শকাতর জায়গা যেমন মুখের ত্বকেও কার্যকরী

Published by: ABP Ananda

কফির সঙ্গে বেসন, হলুদ গুঁড়ো, দুধ, দই, মধু মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখতে হবে

Published by: ABP Ananda

বিশেষ করে মুখের যেসব অংশে লোম রয়েছে, সেই সব জায়গায় ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

মিশ্রণটি লাগানোর পর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে, শুকিয়ে এলে অল্প জল দিয়ে হালকা হাতে স্ক্রাব করতে হবে

Published by: ABP Ananda

এরপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

তবে কতদিন অন্তর এই মিশ্রণ ব্যবহার করতে হবে, তা নির্ভর করে মুখে লোম কতটা রয়েছে তার উপর

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda