বৃষ্টির মরশুমে পোকামাকড় ঘরে আসা খুবই সাধারণ একটি সমস্যা, যে সমস্যা মোটামুটি সবাইকে কম, বেশি ভোগ করতে হয়।

Image Source: pexels

দরজা ও জানলার ছিদ্র বন্ধ থাকলে টিকটিকি ভেতরে ঢুকতে পারে না

Image Source: pexels

টিকটিকি পোকা মাকড় খায়, তাই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে টিকিটিকির দৌরাত্ম্যও কমবে।

Image Source: pexels

পেঁয়াজ আর রসুন ব্যবহার করেও আমরা টিকটিকি তাড়াতে পারি।

Image Source: pexels

ডিমের খোসাকে টিকটিকি ভয় পায়, তাই এগুলো ঘরে রেখেও টিকটিকি তাড়ানো যেতে পারে।

Image Source: pexels

কালো মরিচ স্প্রে করেও টিকটিকি তাড়ানো যেতে পারে।

Image Source: pexels

অনেকেই জানান, তবে কফি পাউডার আর তামাকের গন্ধেও কিন্তু টিকটিকি পালায়।

Image Source: pexels

কর্পূরের গুলি পিষে ডেটল ও জলের সাথে মিশিয়ে স্প্রে করলেও ঘরে টিকটিকি আসবে না

Image Source: pexels