শিশুদের উচ্চতা কীভাবে বাড়বে.. তা নিয়ে অনেকেই অনেক রকমের দুশ্চিন্তায় ভোগেন।

Published by: ABP Ananda
Image Source: pexels

প্রত্যেক অভিভাবকই চান, তাঁর শিশু ভাল উচ্চতা পাক। তবে কিছু কিছু শিশুর একটা বয়সের পরে বৃদ্ধি থেমে যায়।

Image Source: pexels

অনেক সময় শিশুর বাড়ের গতি ও ভীষণ ধীর হয়। তবে এর থেকে মুক্তির বেশ কিছু ঘরোয়া উপায় রয়েছে।

Image Source: pexels

আপনার শিশুকে ছোট থেকেই করান এই ধরনের শরীরচর্চাগুলি, এতে শিশুর লম্বা হওয়ার গতি বাড়বে।

Image Source: pexels

পুল-আপস বা দড়িতে ঝুলে থাকা বা দড়ি বেয়ে ওঠার মতো শরীরচর্চা মেরুদণ্ড মজবুত করে। এটা শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করে।

Image Source: pexels

স্কিপিং বা লাফ দড়িও উচ্চতা বাড়ানোর জন্য একটা খুব ভাল শরীরচর্চা। আপনার শিশুকে অভ্যাস করান এই ব্যায়াম।

Image Source: pexels

নিয়মিত স্কিপিং করলে একদিকে যেমন উচ্চতা বৃদ্ধি পায়, তেমন যে কোনও বয়সের ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকে ওজন ও।

Image Source: pexels

সাইকেল চালালে পায়ের পেশি শক্ত হয়। সাইকেল চালানো শিশুদের উচ্চতা বৃদ্ধিতেও সাহায্য় করে।

Image Source: pexels

রোজ দুধ পান করা, সবুজ শাকসবজি, বাদাম, আখরোট, সয়াবিন এবং ডাল খাওয়ার অভ্যাস শিশুদের উচ্চতা দ্রুত বাড়াতে সাহায্য করে।

Image Source: pexels

দুধ, ফল এই ধরণের জিনিস শিশুকে খাওয়ানো অভ্যাস করান। এতে হাড় মজবুত হয় ও উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।

Image Source: pexels