মিলেমিশে থাকার শিক্ষা

পেয়েছি আমরা সকলেই

Published by: ABP Ananda

কিন্তু নিজের কিছু জিনিস

অন্যকে না দেওয়াই ভাল

Published by: ABP Ananda

ওই কিছু জিনিসের

মধ্যে পড়ে চিরুনি

Published by: ABP Ananda

একাধিক জন একটি

চিরুনি ব্যবহার করলে

Published by: ABP Ananda

তা থেকে জীবাণু, সংক্রমণ

ছড়াতে পারে অন্যের মাথায়

Published by: ABP Ananda

বিশেষ করে উকুন

ছড়ানোর আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

ফাঙ্গাল সংক্রমণ, ব্যাকটিরিয়াও

এক মাথা থেকে অন্যত্র ছড়ায়

Published by: ABP Ananda

অন্যের মাথায় খুশকি থাকলে

আপনার মাথাতেও হতে পারে

Published by: ABP Ananda

নিজের চিরুনি বাড়ির

কারও সঙ্গেও শেয়ার করবেন না

Published by: ABP Ananda

নিয়মিত চিরুনি পরিষ্কার

করতে ভুলবেন না যেন

Published by: ABP Ananda

চিরুনির পাশাপাশি, ইয়ারফোন,

লিপস্টিক, লিপ বামও দেবেন না কাউকে

Published by: ABP Ananda