ভেজা কাপড়ে উঠতে পারে দাগ

Published by: ABP Ananda

নরম কাপড় হালকা করে জলে ভিজিয়ে দাগের উপরে ঘষতে হবে, দাগ উঠে গেলে শুকিয়ে নিতে হবে



বেকিং সোডার পেস্টে নির্মূল হবে দাগ



পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডার পেস্ট তৈরি করে দাগের উপর দিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট, এরপর ধুয়ে নিতে হবে



দাগ তুলতে ব্যবহার করা যায় ভিনিগার



দাগের উপর ভিনেগার স্প্রে করতে কিছুক্ষণ উপেক্ষা করতে হবে, এরপর ধীরে ধীরে দাগ উঠে যাবে



ব্যাগে দাগের সমস্যা থেকে মুক্তি দিতে পারে লেবু



লেবুর রস স্প্রে করতে হবে দাগের উপর, এরপর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে



ব্যাগের দাগ তুলতেও কার্যকারী টুথপেস্ট



ব্রাশে পর্যাপ্ত পরিমাণ পেস্ট দিয়ে দাগ যেসব জায়গায় রয়েছে সেখানে ঘষতে হবে, এরপর ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda