কোনও পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন তা আপনার অনুভূতি এবং মনের অবস্থা কেমন হবে তা নির্ভর করে

Published by: ABP Ananda

কোনও নেতিবাচক পরিস্থিতি এলে, আগেই সেটা নিয়ে প্রতিক্রিয়া না দিয়ে চুপ করে থাকুন

Published by: ABP Ananda

আশেপাশে যা থাকবে সব শুনতে হবে, আপনার ভাল থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকিটা ফেলে দিতে হবে

Published by: ABP Ananda

কোন জিনিসকে কতটা প্রাধান্য দেবেন, তা নির্ভর করছে আপনার উপরই

Published by: ABP Ananda

মুখে সবসময় হাসি থাকুক, তার মধ্যে দিয়েই অন্যকে বুঝিয়ে দিতে হবে তাঁর বা তাঁদের সীমারেখা

Published by: ABP Ananda

এমন মানুষদের সঙ্গে মেলামেশা করুন, যাঁরা আপনাকে অনুপ্রেরণা দেবে, ইতিবাচক ভাবনা ভাবতে সাহায্য করবে

Published by: ABP Ananda

কখনই কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, এতে মানসিক অশান্তি বাড়ে

Published by: ABP Ananda

নিজের মূল্যবোধ সম্পর্কে স্বচ্ছ্বতা থাকলে বাইরের কোনও বিষয়ই আপনাকে ছুঁতে পারবে না

Published by: ABP Ananda

গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তা থেকে শেখার চেষ্টা করুন, অযথা কেউ নিন্দা করলে সেদিক এড়িয়ে যাওয়াই বেটার

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda