বিশ্ব উষ্ণায়ন নিয়ে নানা সময়ে টানা সতর্ক করছেন পরিবেশবিদরা।

জলস্তর বেড়ে গিয়ে ২০৩০ সালের মধ্যে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

তাঁদের একাংশের মতে, এই তালিকায় কলকাতার থাকার সম্ভাবনা প্রবল।

বিপদের আশঙ্কা রয়েছে আমস্টারডামেও। ১০ বছরে সেখানকার সমুদ্রস্তর বিপজ্জনক ভাবে বাড়তে পারে।

ভেনিস সম্পর্কে অনেকেই জানেন। একটি হিসেব বলছে, ফি বছর ০.০৮ ইঞ্চি করে জলের নিচে চলে যাচ্ছে ভেনিস।

ইরাকের বন্দর-শহর 'বসরা', এটি নিয়েও চিন্তার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এমন আরও একটি শহরের নাম হো চি মিন। বিশেষত, মেকং নদীর পূর্ব দিকের অবস্থা বেশ খারাপ হতে পারে।

তবে তালিকায় সকলের উপরে থাকবে মায়ামি। গোটা বিশ্বে সবচেয়ে দ্রুততায় জলস্তর এখানেই বাড়ছে বলে দাবি একাংশের।

চিন্তার কারণ ব্যাঙ্কক-ও। অনেকের আশঙ্কা, ২০৩০ সালের মধ্যে সেখানকার বিমানবন্দরও জলভাসি হতে পারে।

একথা ঠিক যে পূর্বাভাস বহু ক্ষেত্রে নাও মিলতে পারে। তবে পরিবেশের বিপর্যয় এড়াতে সতর্কতায় ক্ষতি কি?