২০ মার্চ, প্রকাশিত হয়েছে 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট।' তাদের নিরিখে, বিশ্বের সুখীতম দেশ কারা? ১৪৩টি দেশের উপর এই সমীক্ষায় প্রথম ফিনল্যান্ড। এই দেশের স্কোর ৭.৭৪১। ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক। ছবির মতো সুন্দর এই দেশের স্কোর ৭.৫৮৩। তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। 'সুখের' নিরিখে ডেনমার্কের একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এই দেশ। বিশ্বের সুখীতম দেশের চতুর্থ স্থান দখল করেছে সুইডেন। তারা পেয়েছে ৭.৩৪৪। হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালালেও সমীক্ষার তথ্য় বলছে, সুখের নিরিখে বিশ্বের পঞ্চম স্থানে ইজরায়েল। ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। অপূর্ব সুন্দর এই দেশটির স্কোর ৭.৩১৯। বাদ পড়েনি নরওয়ে-ও। নেদারল্যান্ডস-র পরেই জায়গা করেছে এটি। লাক্সেমবার্গ দেশটির কথা হয়তো অনেকে জানেন। খুব ছোট দেশ, তবে সুখের সঙ্গে আয়তনের সম্পর্ক কী? পর্যটকদের প্রাণের সুইৎজারল্যান্ড রয়েছে এই তালিকার নবম স্থানে। দশম স্থানটি অস্ট্রেলিয়ার। ছটি মানদণ্ডে দেশগুলির 'সুখের' বিচার করা হয়েছিল। তাতেই এই ফলাফল।