Image Source: Freepik

গ্যাস বার্নারের পাশাপাশি অনেকেই এখন ইনডাকশনে রান্না করেন।

Image Source: Freepik

এতে রান্না করলে একদিকে গ্যাসের খরচ বাঁচে।

Image Source: Freepik

তবে অনেকেই ইনডাকশন কুকটপে কাগজ বিছিয়ে রান্না করেন।

Image Source: Freepik

রান্নার সময় প্রচুর তেলমশলা ওভেনের উপর পড়ার সম্ভাবনা থাকে।

Image Source: Freepik

কন্ট্রোল প্যানেল অর্থাৎ সুইচের উপর পড়লে মেশিন নষ্ট হয়ে যেতে পারে।

Image Source: Freepik

এছাড়াও ওভেনের যে অংশে রান্না হয়, সেখানে পড়লে আঠা, তেলচিটে দাগ হয়।

Image Source: Freepik

কাগজ দিলে সেই আশঙ্কা থাকে না। নিয়মিত শুধু কাগজ পাল্টাতে হয়।

Image Source: Freepik

তবে ইনডাকশন চৌম্বকীয় তরঙ্গ তৈরি করে খাবার গরম করে।

Image Source: Freepik

দুটো ধাতুর মাঝখানে অধাতব কিছু থাকলে ইনডাকশনের পাওয়ার কম পায় বাসনটি।

Image Source: Freepik

তাই কাগজ ছাড়াই একটু সাবধানে ব্যবহার করা ভাল।