Image Source: PIXABAY

ঠাঁটাপোড়া রোদ, সঙ্গে অসহ্য দহনজ্বালা। গ্রীষ্মকালের সঙ্গে এসে গিয়েছে চেনা এই সব অস্বস্তিও।

তীব্র গরমে বাইরে বেরোনোর অর্থ ত্বকের 'ট্যানিং'। তবে সব সময় এই ট্যানিং তুলতে পার্লারে যেতে হবে, এমন নয়।

কাজে দিতে পারে ঘরোয়া টোটকায় তৈরি ফেস মাস্ক। দরকার মধু। সঙ্গে পেঁপে।

পেঁপের মধ্যে থাকা এনজাইম 'ট্যান' দূর করতে সাহায্য করে, আর মধু ত্বকের আর্দ্রতা ফেরাতে কার্যকরী।

'ব্লিচিং'-র প্রাকৃতিক উপাদান রয়েছে আলুর রসে। এটিও লাগিয়ে দেখতে পারেন।

টমেটোর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যাসিড 'ট্যান' তুলতে কাজে দেয়, এও মনে করেন অনেকে।

শুধু পেটের স্বাস্থ্য ভাল রাখা নয়, টকদই 'ট্যান' কমানোর পাশাপাশি কালো ছোপও দূর করতে পারে।

অ্যালো ভেরার গুণাগুণ হয়তো অনেকে শুনে থাকবেন এর মধ্যেই।

অ্যালোভেরার পাতা থেকে 'জেল' বের করে ঘরোয়া মাস্ক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

তবে কারও কারও নির্দিষ্ট কিছু উপাদানে সমস্যা থাকতে পারে। তাঁরা বিশেষজ্ঞের পরামর্শ মতো এগোলেই ভাল।