সন্ধ্যে হলেই ধূপধুনো জ্বালানোর রীতি বহুদিন ধরেই প্রচলিত রয়েছে। ধূপ বা ধুনোর গন্ধে একটা সুন্দর আমেজ রয়েছে। প্রাচীনকাল থেকেই সুন্দর পবিত্র আবহ তৈরিতে এর ব্যবহার। বর্তমান কালেও বিজ্ঞানীদের কথায়, ধূপধুনো জ্বালালে মন মেজাজ ভাল থাকে। এর সুন্দর গন্ধের জন্য ভাল ঘুম হয় বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিছু ক্ষেত্রে স্ট্রেস কমাতে সাহায্য করে ধুনোর বিশেষ গন্ধ। তবে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। যেমন অ্যাজমা রোগীদের এতে সমস্যা হতে পারে। কিছু গবেষণার মতে, এই গন্ধে হার্টে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। কারণ এর মধ্যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো যৌগ থাকে। অনেকের অ্যালার্জির সমস্যা হয় ধুলোবালিতে। তাদের এই গন্ধে সমস্যা হতে পারে। কার্বন মনোক্সাইড নির্গত করে কিছু ধূপধুনো। এটি শরীর ও স্নায়ুর জন্য বিপজ্জনক।