Image Source: Freepik

ব্যায়াম করার পর শ্বাস নিতে অনেক সময় অসুবিধা হয়।

Image Source: Freepik

একে এক্সারসাইজ ইনডিউসড ব্রঙ্কোকনস্ট্রিকশন বলে। অল্পবিস্তর এই সমস্যা অনেকের হয়।

Image Source: Freepik

তবে নিয়মিত হতে থাকলে শরীরে কোনও সমস্যা থাকতে পারে।

Image Source: Freepik

এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা কমাতে অনেকেই ব্যায়াম এড়িয়ে চলেন।

Image Source: Freepik

কিন্তু এতে শরীরের ক্ষতি হয়। তার থেকে কিছু শ্বাসের ব্যায়াম করা যায়।

Image Source: Freepik

শ্বাসের ব্যায়ামে ফুসফুসের বিভিন্ন পেশির ব‌্যায়াম হয়।

Image Source: Freepik

এতে ফুসফুসের ধারণক্ষমতা বাড়ে। যা শ্বাসকষ্টের সমস্যা কমায়।

Image Source: Freepik

শ্বাসের ব্যায়াম ছাড়াও ফুসফুসে কোনও সংক্রমণ হল কি না সেটি দেখতে হবে।

Image Source: Freepik

নিয়মিত ব্যায়াম করলে খুব পরিশ্রমের ব্যায়াম না করাই ভাল।

Image Source: Freepik

শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।