Image Source: Freepik

কাজ করতে বা ফোন ঘাঁটতে গিয়ে অনেকে রাতে কম ঘুমোন।

Image Source: Freepik

দীর্ঘদিন ধরে কম ঘুমোলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

Image Source: Freepik

হার্টের উপর চাপ পড়ে। হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।

Image Source: Freepik

স্ট্রোকের আশঙ্কাও বেড়ে যায় কম ঘুমের কারণে।

Image Source: Freepik

ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।

Image Source: Freepik

ওজন বেড়ে যাওয়ার একটি বড় কারণ রাতে কম ঘুমোনো।

Image Source: Freepik

অনেকে কম ঘুমের কারণে অবসাদে ভুগতে শুরু করেন।

Image Source: Freepik

ব্রেনের কার্যক্ষমতা কমতে থাকে। যা কর্মক্ষেত্রে বিপদে ফেলে।

Image Source: Freepik

স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। কারণ মস্তিষ্কের কোশগুলির ক্ষতি হয়।

Image Source: Freepik

রোগ প্রতিরোধ শক্তিও দুর্বল হয়ে পড়ে।