চিন থেকেই কেন একের পর এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে ? চিন ক্রমাগত নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকে। যার জেরে সেদেশের ল্যাব নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে করোনা ভাইরাসও চিনেরই ল্যাব থেকে ছড়িয়েছিল। যা পরে গোটা বিশ্বকে জেরবার করে দেয় এবার চিনের আরও একটা ভাইরাস নিয়ে খবর সামনে আসছে এই পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক, চিন থেকেই কেন বারবার ভাইরাস ছড়ায় ? চিন থেকে ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ার নানা কারণ আছে চিনে বিভিন্ন প্রকারের বন্যজীব পাওয়া যায়। যা ভাইরাসের প্রাকৃতিক উৎস চিনে জীবজন্তু থেকে মানুষের মধ্যে তখন ভাইরাস সংক্রমিত হয়, যখন উভয়ে সংস্পর্শে আসে চিনের বাজারে জ্যান্ত জীবজন্তু ও মাংসের একসঙ্গে বিক্রি হয় জীবজন্তুদের একসঙ্গে রাখলে ও কাটলে ভাইরাস এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে সহজেই ছড়িয়ে পড়ে