যখন কিডনিতে কোনও সমস্যা শুরু হয়, তখন সারা শরীরেই নানা উপসর্গ দেখা দেয়।

Published by: ABP Ananda
Image Source: freepik

আপনার পা-ও বলে দিতে পারে, কিডনি সুস্থ আছে কি না।

Image Source: freepik

যখন কিডনি সঠিকভাবে কাজ করে না, তখন শরীরে জয় ও বর্জ্য জমা হতে শুরু করে

Image Source: freepik

এর ফলে পা, গোড়ালি এমনকি গোড়ালির চারপাশে ফোলাভাব দেখা দেয়।

Image Source: freepik

কিডনির খারাপ হলে শরীরে বিষাক্ত পদার্থ জমা হয়, যার ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি হতে পারে

Image Source: freepik

বিশেষ করে পায়ের চারপাশে, ত্বকের রঙ পরিবর্তন হতে পারে

Image Source: freepik

কিডনির সমস্যা হলে রক্ত ​​সঞ্চালন ঠিকমতো হয় না, যার ফলে দুর্বলতা বা ঠান্ডা লাগা বাড়তে পারে

Image Source: freepik

ইলেক্ট্রোলাইট ব্যালেন্সের অভাবে পায়ের পেশীতে খিঁচুনি শুরু হয়।

Image Source: freepik

প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া, ক্লান্তি, মাথা ঘোরা এবং ক্ষুধা হ্রাসও কিডনির সমস্যার লক্ষণ।

Image Source: freepik