ডায়াবেটিস শুরু হওয়ার আগের অবস্থাকে, যাকে প্রি-ডায়াবেটিস বলা হয়



সেই সময়েই শরীর ইঙ্গিত দিতে শুরু করে। কিন্তু আমরা তা উপেক্ষা করে যাই



প্রি-ডায়াবেটিস মানে হল এমন অবস্থা যখন, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি



প্রি-ডায়াবেটিস স্তরে আবার রক্তে শর্করার মাত্রা এত বেশিও হয় না, যে তাকে টাইপ ২ ডায়াবেটিস বলা যায়।



এসময় বারবার প্রস্রাব পায়। যার ফলে শরীরকে হাইড্রেট রাখার জন্য তৃষ্ণা বেড়ে যেতে পারে।



ছোটো ছোটো আঘাত সারতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে।



শরীরে হাত, ঘাড়, কোমর, কনুই এবং হাঁটুতে কালো দাগ দেখা যাওয়া



বিশ্রামের পরেও সারাদিন ক্লান্তি অনুভূত হতে পারে।