কিডনির সমস্যা দেখা দিলে আপনার শরীরে বেশ কিছু লক্ষণ লক্ষ্য করা যেতে পারে।



কিডনির সমস্যা হয়েছে সেটা কোন কোন উপসর্গ দেখে বুঝতে পারবেন, সেই তালিকা দেখে নিন।



কিডনির সমস্যা দেখা দিলে প্রস্রাবের সমস্যা হবে। প্রস্রাবের সঙ্গে ফেনা বেরোতে পারে কিডনি ভালভাবে কাজ না করলে।



কিডনির সমস্যা দেখা দিলে রাতের দিকে বারবার প্রস্রাব পেতে পারে আপনার। বিশেষ করে বেশি রাতের দিকে এই সমস্যা দেখা দিতে পারে।



কিডনির সমস্যা দেখা দিলে হাতের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে আপনার। পা এবং মুখেও ফ্লুইড জমে ফোলাভাব দেখা যেতে পারে।



কিডনি সঠিক ভাবে কাজ না করলে আপনার মস্তিষ্কে ঠিক ভাবে অক্সিজেন পৌঁছবে না।



কিডনির সমস্যা দেখা দিলে আপনার শরীরে অ্যানিমিয়াও দেখা দিতে পারে। অর্থাৎ রক্তাল্পতাতে ভুগতে পারেন আপনি।



আচমকা মাথা ঝিমঝিম করলে সেটাও অনেক সময় কিডনির সমস্যার কারণে হতে পারে। অতিরিক্ত ক্লান্তিও লাগতে পারে কিডনির সমস্যার কারণে।



কিডনি ঠিক ভাবে কাজ না করলে শরীরে দূষিত পদার্থ ক্রমশ জমতে থাকে। কিডনিতে পাথর জমতে পারে। পিঠের নীচের দিকে ব্যথাও হতে পারে।



কিডনিতে ঠিক ভাবে কাজ না করলে, শরীরে জমে যায় দূষিত পদার্থ। এর ফলে খাওয়া-দাওয়ার প্রতি অনীহা আসে। গা-গোলাতে থাকবে আপনার।