মাইগ্রেনের সমস্যা থাকলে শুধু মাথা ব্যথায় আপনি কষ্ট পাবেন, তা কিন্তু নয়।



মাইগ্রেনের সমস্যায় আরও একাধিক ভাবে কষ্ট পেতে পারেন আপনি। সেগুলি কী কী জেনে নিন।



মাইগ্রেনের সমস্যায় অনেকের ক্ষেত্রেই মাথার একদিকে যন্ত্রণা হতে পারে। মাথার পিছনের অংশেও ব্যথা হতে পারে।



মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথার সঙ্গে সঙ্গে প্রবল ভাবে গা-গোলাতে পারে আপনার। বমি পেতে পারে।



মাথা ব্যথার সঙ্গে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে বুঝতে হবে মাইগ্রেনের সমস্যা তীব্রভাবে রয়েছে।



মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা ব্যথার পাশাপাশি ভীষণ ক্লান্ত লাগে। বিধ্বস্ত লাগবে আপনার।



মাইগ্রেনের ব্যথা শুরু হওয়া আগে কিংবা মাইগ্রেন অ্যাটাক হলে আপনার কাঁধ, ঘাড়, পিঠ, হাতে ব্যথা হতে পারে।



মাইগ্রেনের সমস্যা দেখা দিলে অনেকসময় আপনার কথা জড়িয়ে যেতে পারে। কথা বলতে সমস্যা হতে পারে।



মাইগ্রেনের ব্যথা শুরু হলে চোখের সামনে আচমকা উজ্জ্বল আলো দেখতে পারেন। জিগজ্যাগ প্যাটার্ন ভেসে উঠতে পারে চোখের সামনে।



মাইগ্রেনের ব্যথা হলে জোরে আওয়াজ, উজ্জ্বল আলো- এগুলোতে মারাত্মক অসুবিধা হতে পারে। ব্যথা আরও বেড়ে যেতে পারে।