প্রতিদিন নিয়মিত পা পরিষ্কার করতে হবে, ব্যবহার করতে হবে অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবান

Published by: ABP Ananda

খেয়াল রাখতে হবে, জুতো-মোজা পরার আগে যেন পা সম্পূর্ণ শুকনো থাকে

Published by: ABP Ananda

রাতে ঘুমানোর আগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত অ্যান্টিপারস্পাইরেন্ট ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

পা শুকনো রাখার জন্য জুতো পরার আগে ফুট পাউডার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

মোজা পরার ক্ষেত্রে কাপড় বেছে নিতে হবে, সুতির মোজা পরলে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব

Published by: ABP Ananda

ঢাকা জুতো পায়ের পক্ষে ভাল, তবে খেয়াল রাখতে হবে তা যেন এমন জিনিস দিয়ে তৈরি হয় যা পায়ের জন্য ক্ষতিকারক নয়

Published by: ABP Ananda

পা ঘেমে যাওয়া রুখতে ক্যাফেইন এবং বেশি ঝাল-তেল-মশলা যুক্ত খাবার ত্যাগ করতে হবে

Published by: ABP Ananda

স্ট্রেস কমাতে হবে, তার জন্য গভীর প্রশ্বাসের ব্যায়াম এবং যোগাসন কমাতে হবে

Published by: ABP Ananda

চার কাপ জলের সঙ্গে অর্ধেক কাপ ভিনিগার মিশিয়ে ১৫ মিনিট পা ডুবিয়ে রাখতে হবে, তাতে দূর হতে পারে এই সমস্যা

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda