উৎসবের মরশুমে মেকআপ মাস্ট আর মেকআপ তুলতে গিয়ে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে বাড়ছে সমস্যা



তাই প্রাকৃতিক বিভিন্ন উপাদানের মাধ্যমে মেকআপ তুলতে হবে, যার মধ্যে অন্যতম নারকেল তেল



এতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যা মুখ সহ সারা শরীরের ময়শ্চারাইজার হিসেবে কাজ করে



মেকআপ তুলতে ব্যবহার করা যেতে পারে দুধ



দুধে উপস্থিত ফ্যাট এবং প্রোটিন ত্বককে সজীব রাখে এবং ময়শ্চারাইজ করে



জোজোবা তেলে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা নোংরা এবং মেকআপ দূর করে



বাড়ি বা তার আশেপাশেই পাওয়া যায় অ্যালোভেরা, যা তুলতে পারে মেকআপ



ত্বকের পোড়া ভাব, ব্রণর সমস্যা দূর করে অ্যালোভেরা, যা মেকআপ রিমুভ করতেও সাহায্য করে



আমন্ড ত্বকের জন্য উপকারী, একইভাবে ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখে আমন্ড ওয়েলও



স্পর্শকাতর ত্বকের জন্য আমন্ড ওয়েল ভাল, তাই এই তেল দিয়ে মেকআপ তুললে ত্বকের কোনও সমস্যা হয় না