Image Source: Freepik

বাদামের মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। যাকে আমরা ভাল ফ্যাট বলি।

Image Source: Freepik

এটি হার্টের স্বাস্থ্য ভাল রাখে। হার্ট অ্যাটাক ও হার্ট ফেলের আশঙ্কা কমায় বাদাম।

Image Source: Freepik

বাদামের মধ্য়ে ফাইবারের পরিমাণ বেশি। ফলে পেট অনেকক্ষণ ভরা থাকে।

Image Source: Freepik

বাদামের মধ্যে কিছু জরুরি প্রোটিন থাকে। যা মস্তিষ্কের জন্যও উপকারী।

Image Source: Freepik

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বাদাম। এটি কোশের অক্সেডেটিভ স্ট্রেস দূর করে।

Image Source: Freepik

স্ট্রেস দূর করায় এটি মেটাবলিক সিনড্রোম যেমন সুগার হতে দেয় না।

Image Source: Freepik

ফাইবারের পরিমাণ বাদামে অনেকটাই বেশি। এটি ওজন কমাতে সহায়ক।

Image Source: Freepik

তবে বাদাম যত ইচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল নয়।

Image Source: Freepik

রোজ ৩০ গ্রামের বেশি বাদাম না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

Image Source: Freepik

এর বেশি বাদাম খেলে পেট ব্যথা সহ নানা সমস্যা দেখা দিতে পারে।