Image Source: Freepik

ফ্ল্যাট বা বাড়ির ছাদে হাঁটাচলা করতে অনেকেরই ভাল লাগে।

Image Source: Freepik

কিন্তু হুট করে ছাদের ধারে গিয়ে নিচের দিকে তাকালেই যেন শিউরে ওঠে গা।

Image Source: Freepik

একতলা হোক বা দশতলা, উপর থেকে নিচের দিকে তাকালেই অনেকে এই অনুভূতির শিকার হন।

Image Source: Freepik

হয়তো পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু তার পরও মনে ভয় চাগাড় দিয়ে ওঠে।

Image Source: Freepik

আসলে উচ্চতাকেই অনেকে ভয় পান। এই ভয় থেকে অনেকের রোজকার জীবনে সমস্যা হয়।

Image Source: Freepik

এই সমস্যাকে বিশেষজ্ঞরা অ্যাক্রোফোবিয়া বলেন।

Image Source: Freepik

তবে এমনি এমনি এই ভয় আসে না। কোনওকিছু উপর থেকে পড়তে দেখলে বা কখনও পড়ে গেলে এই ভয় জন্মায়।

Image Source: Freepik

এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। পরিসংখ্যান বলছে, কমবেশি একতৃতীয়াংশ মানুষ এই সমস্যায় ভোগেন।

Image Source: Freepik

রোজকার জীবনে এই সমস্যা প্রভাব ফেললে অভিজ্ঞ মনোবিদের পরামর্শ নিতে পারেন।

Image Source: Freepik

তিনিই থেরাপির মাধ্যমে এই সমস্যা কমাতে সাহায্য করবেন।