অনেকসময়ই মেয়াদ ফুরনোর আগে শেষ হয়ে যায় ডেটা। প্রয়োজনীয় বা পছন্দের কাজ থমকে গেলে বিরক্তি আসে। এদিকে বারবার নেট রিচার্জ করতে গেলে পকেটেও টান পড়ে। এর থেকে মুক্তি কীভাবে ? ডেটা বাঁচানো সম্ভব করা যায় কি ? আপনাকে একটু খেয়াল রাখতে হবে ডেটা বেশি খরচ হয় কীসে ? গান শুনতে বারবার নেট ব্যবহার না করে ফোনে সেভ রাখুন। যেই অ্যাপগুলিতে বেশি ডেটা লাগে, সেগুলি বন্ধ রাখুন। মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যেনও কোনও অ্যাপ না চালু থাকে। ডেটা সেভার মোড অন করে রাখলে সাশ্রয় করা সম্ভব। আশা করা যায় এই বিষয়গুলি খেয়াল রাখলেই ডেটা ফুরোবে না।