Image Source: পিক্স্যাবে

গরমকালে অনেকেই গরম জলের সঙ্গে ঠাণ্ডা জল মিশিয়ে খান।

Image Source: পিক্স্যাবে

এতে জলের উষ্ণতা নর্মাল হয়ে যায়। ফলে ঠাণ্ডা লাগার আশঙ্কা থাকে না।

Image Source: পিক্স্যাবে

কিন্তু একই সঙ্গে কিছু সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। যেমন ঠাণ্ডা জলে জীবাণু থাকতে পারে।

Image Source: পিক্স্যাবে

এই জীবাণু জল মিশিয়ে খেলেও কিন্তু শেষ পর্যন্ত পেটে যাচ্ছে।

Image Source: পিক্স্যাবে

তার থেকে পেটের রোগ বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

Image Source: পিক্স্যাবে

গরমে পেটের গণ্ডগোল প্রায়ই হয়। অল্প গরম জল খেলে হজমের উপকার।

Image Source: পিক্স্যাবে

শরীরে রক্তের প্রবাহ ঠিক রাখে গরম জল।

Image Source: পিক্স্যাবে

অন্যদিকে ঠাণ্ডা জল মানসিক চাপ কমাতে সাহায্য করে।

Image Source: পিক্স্যাবে

তাই একান্ত ঠাণ্ডা জল খেতে হলে গরম জলের বোতল ঠাণ্ডা জলের পাত্রে চুবিয়ে নিন।

Image Source: পিক্স্যাবে

একই সঙ্গে সতর্ক থাকুন জীবাণু সংক্রমণের ব্যাপারেও।