শোয়ার ঘর, বসার ঘর এবং পড়ার ঘর মোটেই এক নয়

তাই অন্দরসজ্জাতেও ফারাক থাকা জরুরি।

পড়ার ঘর হোক যেখানে লোকজনের আনাগোনা কম

অগোছালো নয়, পড়ার ঘর হোক একেবারে পরিপাটি

পড়ার ঘরে প্ল্যাটফর্ম বেড রাখতে পারেন

ঠাসা আসবাবের চেয়ে প্রয়োজনকে গুরুত্ব দিন

বাচ্চা থাকলে ঘরে ঊজ্জ্বল রংয়ের ছোঁয়া রাখুন

টেবিল টপ হোক ল্যামিনেটেড, এতে আসবাব খারাপ হবে না

বেড রাখতে না চাইলে মেঝের কার্পেটে বসতে পারে আড্ডাও

ক্যাবিনেট আলাদা কিনতে পারেন, আবার কিনতে পারেন টেবিল-চেয়ার সমেতও