আদা জল খেয়ে কাজে নেমে পড়ার প্রবাদ তো বেশ প্রচলিত, কিন্তু আদা জলে কী উপকার ? খালি পেটে আদা জল খাওয়ার উপকার অনেক। প্রতি দিন এক গ্লাস আদা দিয়ে ফোটানো জল খেলে শরীর থেকে নানা রোগ টাটা বলবে। স্ট্রেস দূর করে । বিভিন্ন ক্রনিক রোগের আশঙ্কা কমায় আদার জল। শরীরের টক্সিন পদার্থ দূর করে। রক্ত পরিশুদ্ধ করে আদা দিয়ে ফোটানো জল। সকালে আদা জল খেলে ওজন কমে দ্রুত, এমন দাবি অনেকের। সকালে আদা জল খেলে সর্দি ও দীর্ঘকালের কাশি দূর হয়। আদা জল খেলে সকালের ক্লান্তি ভাব কাটে। ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।