গরমে রোদ থেকে ফিরে মুখ না ধুলেই নয়। কিন্তু মুখ ধোয়ার জন্য অনেকেই সাধারণ জল ব্যবহার করেন। ঠান্ডা জলে মুখ ধুলে আরাম মেলে। কিন্তু সবচেয়ে ভাল জল হল হালকা গরম জল। হালকা গরম জল মুখের উপর জমে থাকা ময়লা সাফ করে দেয়। ঠাটাপোড়া রোদ থেকে বাড়ি ফিরলে মুখের তাপমাত্রাও বেশি থাকে। হঠাৎ ঠান্ডা জল লাগলে মুখের শিরা উপশিরা সংকুচিত হয়ে যায়। ফলে মুখের মধ্যে রক্তচাপ বেড়ে যায়। তবে বাইরে বেরোনোর আগে মুখ বরফ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন। এতে মুখের ত্বক সংকুচিত হয়ে যায়। ফলে ত্বকের ছিদ্রগুলি সংকুচিত হয়ে যায়। এতে বাইরের ময়লা সহজে জমাট বাঁধে না। (ডিসক্লেইমার: এটি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে বিশেষজ্ঞের মত নিন।)