নাকে আঙুল বা রুমাল দিতেই রক্তের ছোপ !



গরম পড়তেই অনেকে এই সমস্যার মুখোমুখি হন।



শরীরের তাপমাত্রা বাড়লে এমনটা হয়ে থাকে।



নাক এমনিতেই খুব স্পর্শকাতর অঙ্গ।



অতিরিক্ত উষ্ণতায় নাকের ভিতরের রক্তজালিকা ফেটে রক্ত বেরোয়।



নাক থেকে অনেকক্ষণ ধরে রক্তপাতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।



অল্প রক্তপাত কমাতে শুয়ে উঁচু বালিশে মাথা রাখলে কাজ দেয়।



মাথা উপরের দিকে তুলে রাখতে হবে এই সময়।



নাক চেপে ধরে মাঝে মাঝে মুখ দিয়ে শ্বাস নিলেও রক্তপাত বন্ধ হয়।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

সুস্থ থাকার 'মন্ত্র'

View next story